সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার শহরে প্রধান সড়কে মানুষ সমান উচ্চতার ফুটপাত নির্মাণ বন্ধ করার আহবান জানিয়েছেন কক্সবাজারের ব্যবসায়ী ও নাগরিকবৃন্দ। সোমবার (১৫ নভেম্বর) এক মতবিনিময় সভায় এই আহবান জানানো হয়।

সভায় বক্তারা বলেন, শহরের সৌন্দর্য্য বর্ধনে কক্সবাজার উন্নয়ন কতৃর্পক্ষের পুকুরের প্রকল্পসমূহ প্রশংসার কুঁড়িয়েছে। এরপর হলিডের মোড় থেকে বাস টার্মিনাল পর্যন্ত প্রধান সড়ক নির্মাণ কাজ উদ্বোধনের পর আশার আলো দেখে কক্সবাজারবাসী। কিন্তু অপর্যাপ্ত সংস্কারকর্মী দিয়ে প্রধান সড়কের নির্মাণ গতি দেখে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তবুও কউক কতৃর্পক্ষের আশার বাণীতে শহরবাসী ধয্যর্ ধরে দুর্ভোগ মাথায় নিয়ে দিনাতিপাত করছে। কিন্তু দেখা যায় সড়কের উভয় পাশের স্থাপনার চেয়ে অধিক উঁচুতে ফুটপাত নির্মাণ করা হচ্ছে। এতে সড়কের অনেক নিচে চলে যাচ্ছে মানুষের বাসা—বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। যা পর্যটন শহরকে শ্রীহীন করে তুলবে। তাছাড়া বর্ষা মৌসুমে সড়কের উভয় পাশ পানিতে নিমজ্জিত থাকবে।

বক্তারা বলেন, আরও গভীরে মাটি খনন করে ফুটপাত নির্মাণ করলে মানুষের স্থাপনা নিচে তলিয়ে যেতো না। বর্তমানে নির্মাণধীন ফুটপাত দিয়ে চলাফেরা করতে নিদারুণ ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। পাশাপাশি সড়কের উভয়পাশে বসবাসকারী ও ব্যবসায়ীরা চরমভাবে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবে।

মতবিনিময় সভায় বক্তারা আরও বলেন, যে কোনো উন্নয়ন হতে হবে জনকল্যাণে। তবে সে উন্নয়ন যদি জনদুর্ভোগ ডেকে আনে তাহলে সেই উন্নয়ন জনগণের কাম্য হতে পারে না। এখনো সময় আছে তা পুন: সংশোধনের। ফুটপাতের উচ্চতা কমিয়ে এনে পুন: নির্মাণ শুরু করলে সাধারণ মানুষের কাছে আরো প্রশংসিত হবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। নতুবা সর্বস্তরের জনতা নিয়ে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে কক্সবাজারের ব্যবসায়ী ও সচেতন নাগরিকবৃন্দ।

সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা রেস্তোঁরা মালিক সমিতির সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন—বাপার কক্সবাজারের সভাপতি প্রবীণ সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের প্রেসিডেন্ট আবু মোর্শেদ চৌধুরী খোকা, শহর জাসদের সভাপতি মাহসুমুল হক মাসু, সাবেক পৌর কমিশনার আবু জাফর সিদ্দিকী, কক্সবাজার কমিনিউস্ট পার্টির পক্ষ থেকে কলিম উল্লাহ কলিম, জাতীয় খেলাঘরের নির্বাহী কবি এম. জসিম উদ্দিন, দৈনিক গণসংযোগের সম্পাদক আমান উল্লাহ, নাগরিক আন্দোলনের সদস্য সচিব এইচ,এম নজরুল ইসলাম, দৈনিক রূপালী সৈকতের নির্বাহী সম্পাদক শেখ সেলিম, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের দপ্তর সম্পাদক অজিত কুমার দাশ হিমু, কক্সবাজার বাপার দপ্তর সম্পাদক দোলন ধর, কক্সবাজার নাগরিক আন্দোলনের কফিল উদ্দিন, কক্সিয়ান এক্সপ্রেসের তারেক হায়দার, ইরফানুল হাসানসহ আরও অনেকে।