সিবিএন ডেস্ক:
টঙ্গী চেরাগ আলী রোড কাঠালবাড়ি এলাকায় একটি ফার্মাসিটিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

রোববার (১৭ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এস কে এফ ফার্মাসিটিউক্যালসের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা ১২টা ৫০ মিনিটে সংবাদের পরিপ্রেক্ষিতে ধাপে ধাপে পাঁচটি ইউনিট সেখানে পাঠানো হয়। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত জানা যাবে।

এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি বলেও জানান এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

Spread the love