প্রেস বিজ্ঞপ্তি:
ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ চট্টগ্রামের এইচএসসি পরীক্ষার্থী ২০২৩ এর বিদায় অনুষ্ঠান অদ্য সকাল ১০;৩০ মিনিটে ইস্পাহানি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমেদ শাহিন আল রাজীর সভাপতিত্বে ও একাদশ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল আজিম রাফির কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের আহ্বায়ক ও শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মঈন উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে মাননীয় অধ্যক্ষ মহোদয়ের শুভেচ্ছা বাণী পাঠ করে শোনানো হয়। অতঃপর ভারপ্রাপ্ত অধ্যক্ষ কর্তৃক মানপত্র উম্মোচনের পর বিদায়ী পরীক্ষার্থীদের মাঝে তা বিতরণ করা হয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী সামিহা মাহদীয়া বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে ও পরীক্ষার্থীদের তিন ছাত্র প্রতিনিধির কাছে তা হস্তানান্তর করে।
অতঃপর একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য প্রদান করে মির্জা আরফান, শাহরিন নেওয়াজ, মায়মুনা তাসনিয়া।বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে নাফিসা মালিয়াত, সুমাইয়া আক্তার, শাহেদ বিন ইসলাম।
বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো: রশিদুন্নবী, মো:আরিফুর রহমান ও প্রভাষক ওমর ফারুক খান।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন ধৈর্য সহকারে পরীক্ষা দিতে হবে ও কোনরূপ বিচ্যুত হওয়া যাবে না।
অতঃপর মূল্যায়ন পরীক্ষায় সফলতা অর্জনকারী পরীক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয় ও পরীক্ষার্থীদের জন্য মাওলানা আতাউল্লাহ বাহারী দোয়া পরিচালনা করেন।
সবশেষে বিদায়ী সকল পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষা সংশ্লিষ্ট উপহার সামগ্রী বিতরণ করা হয় ও তাদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
ছবিঃ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমেদ শাহিন আল রাজী দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন