এস. এম. তারেক :
দেশের অন্যান্য স্থানের ন্যায় ঈদগাঁওতেও কমিউনিটি পুলিশিং ডে ঈদগাঁও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সার্বিক সহযোগিতা ও ঈদগাঁও থানা পুলিশের ব্যবস্থাপনায় গতকাল শনিবার উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে (৩০ অক্টোবর) সম্পন্ন হয়েছে। এ বছর দিবসটির প্রতিপ্রাদ্য বিষয় ছিল “মুক্তিযুদ্ধে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি”। দিবসের কর্মসূচীর মধ্যে ছিল র্যালী এবং আলোচনা সভা। সকাল ১০ টা’য় ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতন (কেজি স্কুল) থেকে উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম এবং ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিমের নেতৃত্বে সুসজ্জিত একটি র্যালী বাস ষ্টেশন হয়ে বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ শেষে ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় অডিটরিয়ামে মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিমের সভাপতিত্বে এবং যুরলীগ নেতা জামিল উদ্দন শামের সঞ্চালনায় অনুষ্টিত হয়। আলোচনা অনুষ্টানে বক্তব্য রাখেন ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, ঈদগাঁও উপজেলা প্রেস ক্লাব সভাপতি এস. এম. তারিকুল হাসান, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের সিনিয়র শিক্ষক নুরুল আমিন হেলালী এবং কমিউনিটি পুলিশিং ঈদগাঁও উপজেলার সাধারন সম্পাদক কাইয়ুম উদ্দিন ডিসেন্ট। শিল্পপতি সমাজসেবক মনজুরুল হক চৌধুরী, ইসলামপুর ইউনিয়ন আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আলম দাদা, ইসলামাবাদ ইউনিয়ন কৃষকলীগ সভাপতি আবছার কামাল, সাবেক ইউপি সদস্য বশির আহমদ, কমিউনিটি পুলিশিং ঈদগাঁও উপজেলা কমিটির দপ্তর সম্পাদক ওয়াহিদুর রহমান, ইত্তেহাদ, প্রচার সম্পাদক ফরিদুল আলম, ইসলামপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি উসমান গণি , সাধারন সম্পাদক আনোয়ারুল আজম খোকনসহ এলাকার বিশিষ্টজনেরা আলোচনা অনুষ্টানে উপস্থিত ছিলেন। সভায় বক্তরা সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান।