শেফাইল উদ্দিন / আজিজুর রহমান রাজু :
কক্সবাজারের ঈদগাঁওতে প্রতিবন্ধীর নাম ভাঙ্গিয়ে বসতভিটা জবরদখলে নিতে দেওয়াল নির্মানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
শুক্রবার (১১ আগষ্ট) বিকেল ৪ টার দিকে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে।
সরজমিনে গিয়ে দেখা যায়, ঈদগাঁও দক্ষিণ মাইজ পাড়া এলাকার ছৈয়দ আহমদ গংয়ের পৈত্রিক সম্পত্তির সাথে ছোট ভাই ফেরদৌসের বশতভিটা আরেক ভাইয়ের প্রতিবন্ধী মেয়েকে দান করেছে মর্মে দলিল দেখিয়ে তাদের পৈত্রিক সম্পত্তি সম বণ্টন না করে রশিদ আহমদ গং জবর দখলে নিতে দেওয়াল নির্মাণ কাজ শুরু করে।এসময় ছৈয়দ আহমদের ছেলে মোহাম্মদ আয়ুব বাঁধা দিতে গেলে রশিদ আহমদের ছেলে নেছারের নেতৃত্বে ১৫/২০ জনের সংঘবদ্ধ চক্র এগিয়ে আসে। দু’পক্ষের মুখোমুখি অবস্থানে চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষ এড়াতে কাজ বন্ধ করে দেয়।
জায়াগার মালিক ছৈয়দ আহদের ছেলে মোহাম্মদ আয়ুব জানান , আমাদের দীর্ঘদিনের ভোগদখলীয় পৈতৃক সম্পত্তির চলাচলের রাস্তার মাঝখানে দেয়াল নির্মাণ করে জবর দখলে নিচ্ছে। আমরা বাধা দিতে গেলে অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করতে আসে এবং আমাদের প্রকাশ্যে হুমকি ধামকি দিচ্ছে। পুলিশ ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দিলেও পুলিশ চলে যাওয়ার পর আবার কাজ শুরু করে।
এ ঘটনায় ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ উঠা নেছারুল হক ও মোহাম্মদ ফেরদৌসের সাথে কথা হলে জানান, এ জায়গাটি ফেরদৌসের। ফেরদৌস নেচারুল হকের প্রতিবন্ধী বোন লুৎফুন্নাহার কে উক্ত জায়গা দান করে এবং বিভিন্ন বিচার শালিশের তাদের ডিগ্রী আছে। এ জায়গায় তারা কাজ করছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী ঈদগাঁও থানার এসআই শফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি এবং জায়গাজমির বিষয় এ জন্য আদালতে আশ্রয় নেয়ার পরামর্শ দিই।
এলাকার লোকজন জানান, উক্ত বসতভিটা তাদের উভয়ের পৈতৃক সম্পত্তি। ওয়ারিশদের মাঝে সম বন্টন না করে এ জবর দখল চলছে। এ ঘটনার বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন স্থানীয়রা।
এলাকাবাসী রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।