Spread the love

শেফাইল উদ্দিন:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বন্যা প্লাবিত,পানি বন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন” জাগ্রত জালালাবাদ”।
মঙ্গলবার ( ৮ আগষ্ট) জাগ্রত জালালাবাদ সংগঠন বিভিন্ন এলাকার পানি বন্দী পরিবারে খাবার বিতরণ করেন।
জানা যায়,ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডে প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢ়লে বাড়ি-ঘর,রাস্তা-ঘাট প্লাবিত হয়েছে। এ সব এলাকার লোকজন,পানি বন্দী হয়ে পড়েছে।
। “জাগ্রত জালালাবাদ ” নেতৃবৃন্দরা এ ঘর বন্দী মানুষের ঘরে ঘরে গিয়ে খাবার পৌঁছে দেন।
আহবায়ক, মুহাম্মাদ আব্দুল্লাহ জানান, “জাগ্রত জালালাবাদ” সব সময় অসহায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। জাগ্রত জালালাবাদের সাবেক সভাপতি, এডভোকেট মোবারক সাইদ বলেন, জাগ্রত জালালাবাদ সংগঠন মানবিক কাজের মাধ্যমেই অতীতেও সবার দৃষ্টি আকর্ষণ করেছিলেন এবং ভবিষ্যতেও এই কাজ অব্যাহত রাখবে।
সচেতন মহল জাগ্রত জালালাবাদের এই মানবিক কাজকে সাধুবাদ জানান এবং এ কার্যক্রম অব্যাহত রেখে সব সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবেন এ আশাবাদ ব্যক্ত করেন।


Spread the love