এস. এম. তারেক:

ঈদগাঁওর উপজেলায় ভোমরিয়া রেঞ্জের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোছাইন খান রনির নের্র্তৃত্বে বন বিভাগের লোকজন ঈদগাঁও ইউনিয়নের মধ্যম শিয়াপাড়ায় এ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকারী আনোয়ার হোছাইন খান রনি বলেন, উল্লেখিত এলাকায় পুরাতন জবর দখলকৃত জায়গায় নতুন করে ঘর ও ইমারত নির্মাণকালে পর পর দুইটি অভিযানের মাধ্যমে সরকারী বনভূমির ২৫ শতক জায়গা মুক্ত করা হয়।