Spread the love

আব্দুস সালাম টেকনাফ:

উখিয়া বালুখালী সীমান্তে ১ কেজি ৫৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১৮ ক্যান বার্মিজ বিয়ার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (৭সেপ্টেম্বর) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ বালুখালী বিওপির একটি বিশেষ টহলদল উখিয়া উপজেলার বালুখালী দিলদারের ঘের নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল বর্ণিত স্থান থেকে আসামীবিহীন ১ কেজি ৫৮ গ্রাম বার্মিজ ক্রিস্টাল মেথ আইস এবং ১৮ ক্যান বার্মিজ বিয়ার জব্দ করতে সক্ষম হয়েছে।

তিনি আরো জানান, মালিকবিহীন আইস গুলো ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে পরবর্তীতে উর্ধতন কর্মকর্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।


Spread the love