অনলাইন ডেস্ক: চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে গতকাল ২৯ অক্টোবর সন্ধায় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু’র স্মরণসভা ও এবির গান শীর্ষক অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। এতে আইয়ুর বাচ্চু’র চট্টগ্রামে জন্ম, গানের শুরুর গল্প ও সংগীতের সুখ দুখের স্মৃতিচারণা করেন চট্টগ্রামের সাংবাদিক, শিল্পী, গীতিকার, সুরকার ও কবিরা। আইয়ুব বাচ্চু’র সাথে একসাথে দীর্ঘ পথচলার স্মৃতিচারণা করে ব্যান্ড শিল্পী ও ব্যান্ড সংগঠক মোহাম্মদ আলী ও যন্ত্রশিল্পী ব্যান্ড সংগঠক জ্যাকব ডায়েস বলেন- একসাথে বাচ্চু আর আমরা ব্যান্ড করেছি। কতো রাত দিন গানের স্বপ্নে বিভোর ছিলাম তা ভাবতেই আবেগিত হয়। বাচ্চু অসাধারণ মেধাবী। তার গানে কর্মে সে অমর হয়ে থাকবে। আইয়ুব বাচ্চু সংগীত স্মৃতি পরিষদ ও এবি মিউজিক স্টেশন এর সভাপতি আশিক বন্ধু বলেন- এবি মিউজিক স্টেশন সারাজীবন আইয়ুব বাচ্চুকে স্মরণ ও শ্রদ্ধা জানাবে।
এবির জীবন ও গান নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে। কাউন্সিলর রুমকি সেনগুপ্তা বলেন- আইয়ুব বাচ্চু ব্যান্ড সংগীত জগতে তুমুল জনপ্রিয় নাম। তার গান নিয়ে এমন সুন্দর আয়োজন সত্যিই অসাধারণ। সাংবাদিক মহসিন কাজী বলেন- ব্যান্ড সংগীতে আইয়ুব বাচ্চুকে মানুষ কখনো ভুলতে পারবেনা। তার গানে তাকে আমরা মনেপ্রাণে ধারন ও লালন করি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রেখেছেন বিশিষ্ট ছড়াকার তালুকদার হালিম। অনুষ্ঠানে এবি মিউজিক স্টেশন সম্মাননা পেয়েছেন- যন্ত্রশিল্পী ও ব্যান্ড সংগঠক জ্যাকব ডায়েস, ব্যান্ড শিল্পী ও ব্যান্ড সংগঠক মোহাম্মদ আলী, সংগীতশিল্পী ইকবাল হায়দার, গীতিকার ফারুক হাসান, লেখক ও সংগঠক জান্নাতুল ফেরদৌস, কবি ও গীতিকবি অরুপ কুমার বড়ুয়া, সাসটেইন ব্যান্ড ও বিনোদন সাংবাদিক গীতিকার আশিক বন্ধু। অনুষ্ঠানে আইয়ুব বাচ্চু’র গান পরিবেশন করেন সাসটেইন ব্যান্ড। উপস্থাপনায় ছিলেন সোমা মুৎসুদ্দি।