প্রেস বিজ্ঞপ্তি:
উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থার ধারক ও বাহক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার শহর শাখার পক্ষ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার রুটিন বিশুদ্ধ খাবার পানি ও ও ফুলের শুভেচ্ছা জানিয়ে পরীক্ষার্থীদেরকে বরণ করে নেয়া হয়।
কক্সবাজার শহর ছাত্রদলের বিপ্লবী আহবায়ক হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জামাম উল হকের সঞ্চালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, কক্সবাজার শহর ছাত্রদল’র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির যগ্ম আহবায়ক, মোস্তফা কামাল রিফাত, ফাহিম আবেদ, কক্সবাজার শহর, ছাত্রদল’র সিনিয়র নেতা, সোহেল,আবদুল্লাহ, ওসমান গনি বাবুল, ০১ নং ওয়ার্ড ছাত্রদল নেতা, তোহফা, নোমান, রাকিব,আবদুলল্লাহ, কাওসার আহমেদ, ইফতি,১২ নং ওয়ার্ড ছাত্রদল নেতা নিশাত, আকিব,সাহেদ,নুরুল হুদা,
আরমান হাবিব,হুসাইন, কক্সবাজার শহর ছাত্রদল’র আহবায়ক বলেন, ছাত্রদল অতীতের ন্যায় ছাত্রদের পাশে ছিল, ছাত্রদল সব সময় উন্নয়নশীল শিক্ষার পক্ষে ছিল। তবে সরকারের শিক্ষামন্ত্রীকে সাদুবাদ জানাই গতবারের মত পরীক্ষার্থীদেরকে কোভিড ১৯- এর কারন অটো পাশ না দিয়ে সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যমে যে শিক্ষার্থীদের মেধামূল্যায়ন করছেন। এতে করে শিক্ষার্থীদের জ্ঞান চর্চা আর মেধা মূল্যায়ন হবে বলে আমি মনে করছি।
সদস্য সচিব ইনজামামুল হক বলেন, শিক্ষার্থীদের যেরকম উচ্ছ্বাস দেখছি আশা করি সব শিক্ষার্থী ভালভাবে কৃতকার্য হবেন ছাত্রদল অতীতের ন্যায় ছাত্রদের পাশে আছেন ভবিষ্যতে ও ছাত্রদের পাশে থাকবেন।