প্রেস বিজ্ঞপ্তি

উপমহাদেশের ঐতিহ্যবাহী ইসলামী ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ’র আদর্শিক অভিযাত্রার ৫৪ বছর” শীর্ষক আলোচনা সভা করেছে সংগঠনের কক্সবাজার জেলা শাখা।

৩ সেপ্টেম্বর বিকেলে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কক্সবাজার জেলা আমীর, ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আবদুল খালেক নিজামী। তিনি বলেন, ঈমানদীপ্ত কাফেলা ইসলামী ছাত্রসমাজের আদর্শিক অভিযাত্রার অর্ধশত বছর পেরিয়ে আরও চার বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। এ বিপ্লবী কাফেলার সফলতার ধারা অব্যাহত রাখতে প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক সিলেবাসের সমন্বয়ে কর্মীদের যোগ্য, সৎকর্মশীল, সাহসী সিপাহসালার হিসেবে গড়ে তোলার প্রাণান্তকর প্রচেষ্টা জোরদার করতে হবে।
সংগঠনের কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, জেলা নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, কক্সবাজার শহর আমীর মাওলানা খালেদ সাইফী। প্রধান আলোচক ছিলেন, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।
তিনি বলেন, উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গানেদ্বীনের হাতে ১৯৬৯ সালের ৩ সেপ্টেম্বর ইসলামী ছাত্রসমাজের ঐতিহাসিক বুনিয়াদ স্থাপিত হয়। এ সংগঠনের সংগ্রামী অবদান ও বিপ্লবী ঐতিহ্যকে সামনে রখে ইসলামী ছাত্রসমাজ নেতাকর্মীদের তাকওয়া, নিষ্ঠা, আদর্শিক জ্ঞান-প্রজ্ঞা ও দক্ষতার সাথে নিরবচ্ছিন্ন কর্মপ্রয়াস চালিয়ে যেতে হবে।
জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ। পবিত্র কুরআন তিলাওয়াত করেন, শহর শাখার সহ-সভাপতি তারেকুর রহমান।
এছাড়াও সভায় সংগঠনের শহর সাধারণ সম্পাদক হুজায়ফা মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নোমানসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
দু’আ মাহফিলে সংগঠনের প্রতিষ্ঠাতাবৃন্দ ও মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফিরাত, নেজামে ইসলাম পার্টির উপদেষ্টা মাওলানা সৈয়দ আব্দুল মালেক হালিমসহ অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা, দেশ ও জাতির শান্তি- সমৃদ্ধি কামনায় আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

Spread the love