নিজস্ব প্রতিবেদকঃ
অতিবৃষ্টির কারণে কক্সবাজারের বিভিন্ন স্থানে বন্যা সৃষ্টি হয়েছে। পানিবন্ধী হয়ে আছে বিভিন্ন এলাকার মানুষ। যে কারণে বাড়ছে ডেঙ্গু, ম্যালেরিয়াসহ নানা রোগের প্রাদুর্ভাব।
বুধবার (৯ আগস্ট) সকালে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগের উদ্যোগে সদর উপজেলার ঝিলংজা মুক্তারকুল এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।
এসময় প্রায় দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং ঔষধ বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন, কক্সবাজার মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক তাজমীর রহমান, রবিউল আলম, মো: সাব্বির হোসেন, একরাম উল্লাহ, ৫ ম বর্ষের নঈম উদ্দীন, তানভীর আহমেদ, ৪র্থ বর্ষের শাফিন শিহাব, মাহফুজ আহমেদ সিকদার, মিনহাজুল করিম চৌধুরি, আজিজুল হক, তৌনিক ঘোষ, ৩ য় বর্ষের মাহি আবিদ, ইমতিয়াজ উদ্দিন, তাসিন রহমান, মুস্তাফিজুর রহমান, সাক্লাইন কামাল, আল আরমান, জিসান সেনসহ কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগের বিভিন্ন বর্ষের ছাত্রলীগকর্মীরা।