নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার দারুল আরকাম তাহফিজুল কুরআন মাদরাসায় হিফয সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (২১ আগস্ট) বিকালে শহরের থানার পেছনের সড়কের হোটেল নূরে ছকিনাস্থ ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মা’হাদ আল ইলমী কক্সবাজার এর মুহাদ্দিস মাওলানা আব্দুর রহিম রাহী।

তিনি আবদুল্লাহ আল সামিকে হিফযের নতুন সবক প্রদান করেন।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোঃ ইউনুছ ফরজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মা’হাদ আন নিবরাসের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা জিয়াউল হক, কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও সিবিএন এর বার্তা সম্পাদক ইমাম খাইর ও নতুন হিফয সবক গ্রহণকারী আবদুল্লাহ আল সামির পিতা চকরিয়া ইলিশিয়া চুয়ারফাঁড়ির বাসিন্দা তারেকুল ইসলাম রুবেল।

৩০ পারা হিফয সমাপ্তকারী শিক্ষার্থীর নাম আবদুল্লাহ মাহমুদ তায়েফ। তিনি মাওলানা বদিউল আলমের ছেলে।

সবক অনুষ্ঠানে হাফেজ মাওলানা শাহরিয়ার আসিফ, হাফেজ মাওলানা শামীম উদ্দিন, হাফেজ তৌহিদুল ইসলামসহ শিক্ষক-অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মাওলানা আব্দুর রহিম রাহী বলেন, কুরআন শিখে তা ধরে রাখতে পারাতেই সার্থকতা। তাই নিয়মিত চর্চা রাখতে হবে। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও সতর্ক ভূমিকা কামনা করেন তিনি। শেষে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও মাদরাসার জন্য বিশেষ ও দোয়া মোনাজাত করেন মাওলানা আব্দুর রহিম রাহী।

 

Spread the love