Spread the love

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের বহুল প্রচারিত পত্রিকা দৈ‌নিক কক্সবাজা‌রের প‌রিচালনা সম্পাদক ও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম মুজিব অসুস্থ হয়েছেন।

সোমবার ৩১ জুলাই বিকেলে মোহাম্মদ মুজিবুল ইসলাম মুজিব জ্বর, কাশিতে আক্রান্ত হলে তাঁকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তিনি আগে থেকেই ডায়াবেটিসের রোগী। মোহাম্মদ মুজিবুল ইসলাম মুজিব এর পরীক্ষায় ডেঙ্গুর উপসর্গ পাওয়া গেছে বলে তাঁর চিকিৎসকেরা জানিয়েছেন।

সাংবাদিক নেতা, স্বজ্জন মোহাম্মদ মুজিবুল ইসলাম মুজিব এর সুস্থতার জন্য তাঁর ছোট ভাই ড. আশরাফুল ইসলাম সজীব মহান আল্লাহর অসীম রহমত, সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।


Spread the love