প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার বাস মিনিবাস মালিক গ্রুপ নির্বাহী পরিষদ নির্বাচন’২৩ এর নির্বাচনের তফসিল অনুযায়ী গতকাল ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শেষ দিনে ১৫ পদে, ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র নির্বাচন কমিশনের নিকট দাখিল করেন।

তৎমধ্যে, টাইডেল-মাহবুব পরিষদের পক্ষে ১৫ জন এবং সতন্ত্র ভাবে ২ জন মনোনয়নপত্র দাখিল করেন। সভাপতি পদে ইকবাল মোঃ শামসুল হুদা (টাইডেল), সহ-সভাপতির ২টি পদে আবদুল মাবুদ ও ফরিদ আলম, সাধারণ সম্পাদক পদে মাহাবুবুর রহমান, যুগ্ন সম্পাদক পদে হাসান আহামদ, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ ছৈয়দুল হক ও ইমাম খালেদ স্বপন (সতন্ত্র) এবং নির্বাহী সদস্যের ৯টি পদে ১০ জন যথাক্রমে, রাজিব পাল খোকন, আবদুল কাদের, মোহাম্মদ সেলিম, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইসমাইল, মোঃ মনির আহমদ, মোঃ নুরুল আলম, আবুল মঞ্জুর, মাহমুদুল হাসান ও ছুরত আলম (সতন্ত্র) মনোনয়নপত্র দাখিল করেন।

আগামী ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৫ নভেম্বর প্রতীক বরাদ্দের দিন ধার্য্য আছে। উল্লেখ্য, আগামী ১৭ ডিসেম্বর, রবিবার, কক্সবাজার বাস-মিনিবাস মালিক গ্রুপের প্রধান কার্যালয়ে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোটার তালিকাভুক্ত সদস্যদের গোপন ব্যালট এর মাধ্যমে প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে।