সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) সংসদীয় আসন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় ফরম জমা দিয়েছেন আধুনিক পর্যটন নগরীর রূপকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মুজিবুর রহমান। সোমবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে তিনি এই ফরম জমা দেন।
এসময় কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজি এনামুল হক, সেলিম নেওয়াজ, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজুল আলম, খুরুশকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী নেতা জসিম উদ্দিন ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান হেলালসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফরম জমাদানকালে কক্সবাজার-৩ সদর, রামু এবং ঈদগাঁও সংসদীয় আসনের সাধারণ ভোটারদের পাশাপাশি পুরো জেলাবাসীর কাছে দোয়া এবং সমর্থন কামনা করেন কক্সবাজার পৌরসভার সদ্য বিদায়ী এই নগর পিতা।
কক্সবাজার-৩ আসনে ফরম জমা দিলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী মুজিবুর রহমান
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
