হ্যাপী করিম, মহেশখালী :
মহেশখালীতে লবণ বোঝাই ট্রাক উল্টে ধান ক্ষেতে পড়ে ড্রাইভার ও হেলপার আহত হয়েছে। উপজেলার কুতুবজোম ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ মগকাটা এলাকায় মঙ্গলবার ২৬ ই অক্টোবর দুপুর ১২ টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লবন বোঝাই ট্রাক কালামিয়া বাজারের পশ্চিম পার্শ্বে মগকাটা এলাকা থেকে লবন বোঝাই করে যাওয়ার সময় উল্টে কুতুবজোম অফ-সোর হাই স্কুল সড়কের মাঠি ধসে ট্রাকটি পাশের ধান ক্ষেতে পড়ে যায়। এসময় এলাকাবাসীর সহযোগীতায় (চট্ট মেট্রো-ট ১২-০৫৪৫) গাড়িটির ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়রা জানান, কুতুবজোম – কালামিয়া বাজার রোড দীর্ঘদিন অবহেলিত । ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের অবস্থা খুবই খারাপ। ফলে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। বড় ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এখনই রাস্তা সংস্কার জরুরি বলে মনে করছেন এলাকাবাসী।