হ্যাপী করিম, মহেশখালী:
মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন পরিষদের ১ম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ শে অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪টায় পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কুতুবজোম ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ রশিদ এর সঞ্চলনায় সভায় সভাপতিত্ব করেন কুতুবজোম ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট মোঃ শেখ কামাল।

চেয়ারম্যান ও নবনির্বাচিত সদস্যদের পরিচিতি ও কৌশল শেষে নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে সবাইকে একযোগে কাজ করার আহবানে পরবর্তী করনীয় বিষয়ে প্রস্তুতি পাশাপাশি সরকারী অর্থায়নে ইউনিয়নে উন্নয়ন মূলক প্রকল্পের যথাযথ বাস্তবায়নের সিদ্ধান্ত সভায় গৃহীত হয়।

বক্তব্য রাখেন, ৯নং ইউপি সদস্য় সালামত সিকদার, ৬নং ইউপি সদস্য শেকাব উদ্দিন, ১নং ইউপি সদস্য মোহাম্মদ ছিদ্দিক রিমন।

এসময় উপস্থিত ছিলেন ১,২ ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য তাহেরা জন্নাত, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য লালজর বেগম, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য রোয়াজা বেগম, ২নং ইউপি সদস্য একারাম মিয়া, ৪নং ইউপি সদস্য জয়নাল আবেদিন, ৫নং ইউপি সদস্য জহির মিয়া,
৭নং ইউপি সদস্য নবীর হোসেন, ৮নং ইউপি সদস্য মাহমুদুল হক”সহ পরিষদে কর্মরত দফাদার ও মহল্লাদার (গ্রাম পুলিশ) উপস্থিত ছিলেন।