শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:
বিয়ের প্রস্তুতি সম্পন্ন, খাওয়া-দাওয়াও শেষ, অপেক্ষা শুধু বরের। বর এলেই জলিলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ও ১০ বছরের কিশোরীকে পাঠানো হবে শ্বশুরবাড়িতে। কিন্তু সেই মুহূর্তে বিয়ে বাড়িতে হাজির হলো পুলিশ। এমন সংবাদ পেয়ে বর আর আসেননি। বিয়েও হয়নি। এমন ঘটনা ঘটে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা দক্ষিণ ধূরুং ইউনিয়নের তবলী পাড়া গ্রামে।
শনিবার (১৩ নভেম্বর) উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কাইছার সিকদারের সহযোগিতায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর হায়দার এর নির্দেশে থানার উপ-পরিদর্শক (এসআই) মো.জাকির হোসেনসহ একদল পুলিশ বাল্যবিবাহ প্রতিরোধে করেন। এসময় ওই স্কুলছাত্রী সাবালিকা না হওয়া পযর্ন্ত মেয়ের বিয়ে দিবে না বলে কথা দেন মেয়ের বাবা-মা। যাতে পরবর্তীতে এ বাল্যবিবাহ করতে না পারে এ বিষয়ে দায়িত্ব নেন স্থানীয় ইউপি সদস্য।
এসময় উপস্থিত ছিলেন,সাংবাদিক শাহেদুল ইসলাম মনির (দৈনিক যায়যায়দিন), আনিচুর রহমান হিরু এবং স্থানীয় ইউপি সদস্য তোফায়েল।