শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:

কুতুবদিয়া উপজেলায় খড়ের গাদার থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৫ নভেম্বর) সকালে দক্ষিণ ধূরুং ইউনিয়নের মশরফ আলী বলি পাড়াস্থ দরবার রাস্তার মাথায় জনৈক রফিকের চায়ের দোকান সংলগ্ন খড়ের গাদার থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

নৈশ প্রহরী শাহাব উদ্দীন ও মোক্তার আহমেদ বলেন,রাত আনুমানিক ৩টার দিকে একটি সিএনজি গাড়ি দ্রুতগতিতে ছুটে উত্তর
ধূরুং দিকে যাচ্ছিল দাড়াতে বললেও তাঁরা গাড়ি দাঁড় করেনি রফিকের দোকানের সামনে একটু গাড়ি ব্রেক করে চলে যায়।

ভোরে দেখি সেখানে একটি মৃত নবজাতকের লাশ পড়ে আছে। পরে, পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা কী কারণে ওই নবজাতকের লাশ খড়ের গাদায় ফেলে গেছে, তা জানতে পারেনি পুলিশ।