অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিবিড় পরিচর্যা কেন্দ্র, আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক এই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, ম্যাডামের অবস্থা স্থিতিশীল হওয়ায় কেবিনে নিয়ে আসা হয়েছে।

এর আগে গতকাল সোমবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার একটি মাইনর অপারেশন করা হয়। এরপর নিয়মানুযায়ী তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। বলা হয়েছিল, ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হতে পারে। তবে তার আগেই কেবিনে নিয়ে আসা হয়েছে বিএনপি চেয়ারপারসনকে।

অপারেশনের পর গতকাল ডা. জাহিদ বলেছিলেন, এটা ছোট একটি বায়োপসি। তাই ঝুঁকির কিছু নেই। অস্ত্রোপচারের পর খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন বড় ছেলে তারেক রহমান। এ ছাড়া ছোট ভাই শামীম ইস্কান্দার এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথিও তার সঙ্গে কথা বলেছেন।

ডা. জাহিদ আশা প্রকাশ করেন, খালেদা জিয়া দ্রুতই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন, ইনশাআল্লাহ।