রাজু দাশ, চকরিয়া :
আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) কক্সবাজারের চকরিয়ায় ১০টি ইউনিয়নে নৌকা দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি গণভবনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন-
পশ্চিম বড় ভেওলায় বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, কোনাখালী ইউনিয়নে জাফর আলম ছিদ্দিকী, সাহারবিল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মহসিন বাবুল, বদরখালীতে সাবেক চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, ঢেমুশিয়ায় এসএম মঈন উদ্দিন চৌধুরী, পূর্ব বড় ভেওলায় ফারহানা ইয়াসমিন মুন্না, বিএমচরে শহীদুল ইসলাম খোকন, কৈয়ারবিলে জন্নাতুল বকেয়া রেখা, লক্ষ্যারচরে আওরঙ্গজেব বুলেট, কাকারায় বর্তমান চেয়ারম্যান শওকত ওসমানকে মনোনীত করা হয়েছে।
এবারই প্রথম চকরিয়ার দুই নারীকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করা হয়। দুই মহিলা চেয়ারম্যান পদপ্রার্থী পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সন্ত্রাসী কতৃক নিহত আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন নোবেলের স্ত্রী ফারহানা ইয়াসমিন মুন্না ও অপরজন উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বিশিষ্ট নারী নেত্রী জন্নাতুল বকেয়া রেখা। আওয়ামী লীগের মনোনীত এই ১০ প্রার্থী আগামী ২৮ নভেম্বর নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়বেন।