৩১ আগস্ট চকরিয়া,কক্সবাজারের ২/৩ টি আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত “ডুলাহাজারার পাগলির বিলে বালুর দখল নিয়ে ফাঁকা গুলি বর্ষণ ” শীর্ষক সংবাদ গুলো আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি ডাহা মিথ্যা, মানহানিকর ও ষড়যন্ত্রমূলক।
সত্য যে, কথিত ভিকটিম ডুলাহাজারার ৮ নং ওয়ার্ড পাগলির বিলের আবুল খায়েরের পুত্র বেলাল উদ্দিন আমার আপন ভাগিনা। ভাগিনার বাড়ির পাশে আমার স্বত্ত্ব দখলীয় মৎস্য পুকুর ও ইজারাকৃত বালুর স্তুপ রয়েছে। আমার ভাগিনা ড্রাইভার বেলাল প্রায় সময় ডাম্পারের সাহায্যে আমার ক্রয়কৃত বালু পাচার ও পুকুর থেকে মাছ চুরি করে। ২৯ আগস্ট বিকেলেও বেলাল একই কান্ড ঘটাতে চাইলে আমার নিয়োগকৃত পাহারাদার সাহেদ বেলালের অন্যায়ের প্রতিবাদ করে। এতে বেলাল ক্ষিপ্ত হয়ে সাহেদকে বেদম মারধর করে। পরক্ষণে ঘটনাস্থলে গেলে ভাগিনা বেলাল আমাকেও প্রকাশ্যে গুলি করে মারার হুমকি দেয়। পরে আমি জীবনের ভয়ে পালিয়ে আসি। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আমার কোন অবৈধ অস্ত্র কিংবা সন্ত্রাসী নেই। মূলতঃ বেলালের অব্যাহত চোরাই অপরাধকর্ম আড়াল করতে আমার কর্তৃক জঘন্য ভাবে কথিত ফাঁকা গুলিবর্ষণের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগ আনছে। যা আদৌ সত্য নয়। বর্তমানে ভাগিনা বেলাল আমার দীর্ঘদিনের বালু ব্যবসা দখলে নিতে আমিসহ তার নানা বাড়ির আত্মীয় স্বজনের নামে চকরিয়া থানায় মিথ্যা মামলার পাঁয়তারা করছে।আমার বিরুদ্ধে আনীত এসব মিথ্যা ও আজগুবি সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য প্রশাসনসহ সর্বমহলের প্রতি অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী –
সাইফুল ইসলাম পুতু
ক্ষুদ্র ব্যবসায়ী,ষোলহিচ্ছা, ডুলাহাজারা, চকরিয়া।

Spread the love