আব্দুস সালাম,টেকনাফ:

টেকনাফ পৌরসভার আলো শপিং কমপ্লেক্সে মাদকবিরোধী অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ
দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, সাবরাং ইউনিয়নের ৩নং ওয়ার্ড নয়াপাড়া হারিয়াখালী এলাকার মো. ইউনুছের ছেলে আবুল কালাম আজাদ (২০) ও একই এলাকার কালা মিয়ার ছেলে নুরুল আবছার (২৫)।

বুধবার (২৬ জুলাই) রাতে ডিএনসির অভিযানে পৌরসভার আলো শপিং কমপ্লেক্স এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করে।
আসামি আবুল কালামের বাম হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবাসহ ২টি মোবাইল জব্দ করা হয়।

ঘটনাস্থলে আসমীদেরকে জিজ্ঞাসাবাদে আবুল কালাম আজাদ জানায়, নুরুল আবছার জব্দকৃত ইয়াবা ট্যাবলেট তাকে বিক্রয় ও সরবরাহের কাজে সহযোগিতা করতে এসেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা মুকুল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোনের উপ-পরিদশর্ক মো: নাসির উদ্দীন টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দয়ের করেন।

Spread the love