Spread the love

আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে পুলিশের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবেলটসহ এক মাদক কারবারীকে আটক করেছে।

আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফ সাবরাং ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাহপরীরদ্বীপ মিস্ত্রী পাড়ার আব্দুল মোনাফের ছেলে মোহাম্মদ তৈয়ব (৩৮)।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ গণমাধ্যম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,সোমবার (১৪ আগস্ট) ভোরে মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার), পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়ের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল, রাসেল,পিপিএম-সেবা মহোদয় এর সার্বিক তত্ত্বাবধানে তাঁরই পরিচালানায় টেকনাফ মডেল থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ মডেল থানার বিশেষ চৌকষ টিম থানা এলাকায় দীর্ঘ ১২ ঘন্টা অভিযান পরিচালানা করে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ তৈয়ব (৩৮) কে আটক করা হয়। টেকনাফ থানাধীন সাবরাং ইউপিস্থ শাহপরীর দ্বীপের মিস্ত্রীপাড়ার ধৃত আসামীর বসত ঘরের সামনে থেকে সাক্ষীদের সামনে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবেলটসহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে টেকনাফ মডলে থানার মামলা নং-৪৩/৫৭৭, ইং ১৪/০৮/২০২৩ তারিখ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণি ১০(গ)/৪১ ধারায় রুজু করা হয়।

তিনি আরো জানান, আটক আসামীকে বিজ্ঞ আাদালতে সোপর্দ করা হয়েছে।


Spread the love