প্রেস বিজ্ঞপ্তি:
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র বাংলাদেশ-কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চট্টগ্রামস্থ শহীদ জিয়া ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিপ্লব উদ্যানে পুষ্পমাল্য অর্পণ কার হয়। বিএনপির কেন্দ্রীয় র্নিবাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন এর নেতৃতে আরো উপস্থিতি ছিলেন গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিচালক আলমগীর নূর। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গবেষণা কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আরিফ মেহেদী, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মো. আতিকুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য আওরঙ্গজেব খান স¤্রাাট, মেহবুব আলম, সংগঠনের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মো. রফিক, সদস্য রাফসান প্রমুখ।