ডেস্ক নিউজ:

সনাতন ধর্মলম্বীদের সবেচেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষদের মাঝে শাড়ী, লুঙ্গি ও শিশুদের কাপড় বিতরণ করেছেন ইয়াসিড। YASID একটি স্হানীয় যুব সংগঠন যেটি কক্সবাজারে টেকসই উন্নয়ন অর্জন এর লক্ষে অসহায় মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে কাজ করে আসছে।

১৫ অক্টোবর শুক্রবার,২০২১ সকাল ৭টায় একযোগে কক্সবাজার সদর, উখিয়া এবং মহেশখালী উপজেলায় ইয়াসিড হিন্দু ধর্মলম্বী মানুষদের মাঝে বস্ত্র বিতরন করেন।

ইয়াসিড এর নির্বাহী পরিচালক কায়সার হামিদ বলেন , আমরা হিন্দু , বৌদ্ধ, খ্রীষ্টান, মুসলমান সকলে যার যার ধর্ম পালন করি। তবে সমাজে সকলে এক সাথে বসবাস করি মিলে মিশে। পূজার সময় সাধারনত সকলে নতুন কাপড় পরিধান করে কিন্তু এই করোনা মহামারীর সময়ে অনেকেই আর্থিক সামর্থ্য না থাকায় সনাতন ধর্মাবলম্বী অনেক মানুষ নতুন কাপড় কিনতে পারেন নাই ।তাই আমরা ইয়াসিড এর উদ্যোগে দূর্গাপূজা উপলক্ষে কক্সবাজার সদর, উখিয়া এবং মহেশখালী উপজেলায় সনাতন ধর্মের মানুষদের মাঝে যতটুকু পেরেছি ততটুটু সহযোগিতা করেছি মাত্র।

পি.এম কালী এলাকার বাসিন্দা গিরিবালা দেবী বলেন, করোনা মহামারিতে কাজ না থাকায় নতুন কাপড় কেনার মত সামর্থ্য ছিল না। শাড়ী পেয়ে খুব খুশি হয়েছি। বছরে এই উৎসবটি আমাদের সবচেয়ে বড় উৎসব। আমাদের দুর্গাদেবীর আগমন উপলক্ষে এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় সকল ধর্মের মানুষের কাছে। ধর্ম যার যার তবে উৎসব সবার।