নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুসহ কক্সবাজার জেলার আরো বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে দৈনিক যুগান্তর পত্রিকায় “স্বেচ্ছাসেবক লীগ নেতার কাণ্ড: বন্যার মধ্যে শতকোটি টাকার জমি দখল” শিরোনামে প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
তারা বলেন, এই সংবাদের মাধ্যমে একজন জাতীয় নেতার মান ক্ষুন্ন হয়েছে। পাশাপাশি আমরাও চরমভাবে অপমানিত হয়েছি। যুগান্তরের মতো দেশের শীর্ষস্থানীয় পত্রিকায় এমন সংবাদ আমরা কেউ প্রত্যাশা করিনা।
এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে বিস্তারিত তুলে ধরেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সাবেক সদস্য সচিব এডভোকেট একরামুল হুদা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের ফলে আফজালুর রহমান বাবু রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক ভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। সংগঠনের নাম জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা-কর্মীর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। একজন সংবাদকর্মীর কাছে কেউ এ ধরনের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদ প্রত্যাশা করে না।
প্রকৃত ঘটনা এই যে, বাংলাদেশ এসএমই কর্পোরেশন লিমিটেড এর খরিদ সূত্রে মালিকানাধীন এবং ভোগদখলীয় কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ইনানী মৌজাস্থিত (বাইলাখালি ব্রীজ সংলগ্ন ইনানি জালিয়াপালং) সৃজিত বি.এস ৮০৯৭ নং খতিয়ানের সৃজিত বি.এস ৬৩৬০, ৬৩৫৬, ৬৩৫৫, ৬৩৫৮, ৬৩৫০, ৬৩৫৯ দাগাদীর উপর স্থিত ২.৮৩০০ একর জমি। উক্ত সম্পত্তির মালিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে জানতে পেরে স্থানীয় একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপের দলনেতা মোঃ রেজাউল করিম মানিক এর নেতৃত্বে সঙ্গীয় হেলাল উদ্দিন, মোঃ আব্দুল লতিফ, নাজিম উদ্দিন, শাহাবউদ্দিন, সালামাত উল্লাহ বাবুল, মোঃ রফিক মিয়া, মোস্তফা আনিছ, রফিক উল্লাহ, সোজা উদ্দিন, মূছা গং ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসিতেছিল। চাঁদা না দেওয়ায় উক্ত সন্ত্রাসীরা গত ১৪ জুলাই সকাল ১০টায় বেআইনী জনতাবদ্ধে প্রতিষ্ঠানের দখলীয় সম্পত্তিতে অনধিকার প্রবেশ করিয়া প্রতিষ্ঠানের মানব সম্পদ কর্মকর্তা মোঃ আরিফুল ইসলামকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করিয়া গুরুত্বর নীলা ফুলা জখম করে। প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী সৈয়দ হোছন, সোলায়মান হোসেন, আয়ুব আলী সিকদার, শাহিনুর, সোহাগ ব্যাপারী, মোঃ আরিফুল ইসলামকে উক্ত সন্ত্রাসীদের হাত থেকে বাঁচানোর জন্য আগাইয়া আসিলে সন্ত্রাসীরা তাদেরকেও এলোপাতাড়ি ভাবে মারপিট করিয়া গুরুতর নিলাফুলা জখম করে। প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও অন্যান্য জিনিসপত্র ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে। উক্ত বিষয়ে ১৬ জুলাই থানায় অভিযোগ করার বিষয়টি জানতে পেরে সন্ত্রাসীরা গত ২৪ জুলাই দুপুর আনুমানিক ১:১৫ মিনিট এর সময় দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বেআইনী জনতাবদ্ধে প্রতিষ্ঠানের মালিকানাধীন বর্ণিত সম্পত্তিতে দেওয়াল টপকিয়ে অবৈধ ভাবে প্রবেশ করিয়া পুনরায় ২০ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানাইলে সন্ত্রাসীরা প্রতিষ্ঠানের কর্মচারী মোঃ আরিফুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়া উপর্যুপরি আঘাত করিয়া গুরুতর জখম করে। প্রতিষ্ঠানের মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে ব্যাপকভাবে ক্ষতিসাধন করে। উক্ত বিষয়ে প্রতিষ্ঠানের মানব সম্পদ কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম গত ২৭ জুলাই কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর মামলা নং ৪৫৮ ধারা ১৪৩/৩২৩/৩০৭/৩৭৯/৩৮০/৩৮৫/৪২৭/৪৪৮/৪৪৭/৫০৬(২)/৩৪ দঃবিঃ দায়ের করেন। বিজ্ঞ আদালত উখিয়া থানার ওসি সাহেবকে উক্ত সি.আর মামলা এজাহার হিসেবে রুজু করে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এডভোকেট একরামুল হুদা আরো বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এসএমই কর্পোরেশনের একজন উপদেষ্টা। রাজনৈতিক ব্যস্ততার কারণে প্রতিষ্ঠানের উপর সন্ত্রাসীদের বর্বোরোচিত ঘটনার বিষয়ে খোঁজ খবর নেওয়া তার পক্ষে সম্ভব হয় না। তথাপিও অত্যন্ত মানবিক কারণে কক্সবাজারের নুনিয়ারছড়ায় বন্যা কবলিত হতদরিদ্র, অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্দেশ্যে কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত কর্মসূচীতে অংশ নিতে কক্সবাজার যান আফজালুর রহমান বাবু। ত্রাণ সামগ্রী বিতরনের পূর্বে মানবিক কারণে সন্ত্রাসী কর্তৃক প্রতিষ্ঠানের আহত কর্মচারী মোঃ আরিফুল ইসলামসহ অন্যান্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং তাহাদের স্ব-শরীরে দেখতে প্রতিষ্ঠানের দখলীয় সম্পত্তিতে যান। সেখানে দখল বেদখল এবং ধাওয়া পাল্টা ধাওয়ার কোনো ঘটনা ঘটেনি! কিন্তু একটি কুচক্রী মহলের ইন্ধনে উদ্দেশ্যেপ্রনোদিত ভাবে দৈনিক যুগান্তর কক্সবাজার প্রতিনিধি ঘটনার সত্যতা যাচাই বাছাই না করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদ প্রচার করে রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক ভাবে মারাত্মক ক্ষতিসাধন করিয়াছে। যাহা অত্যান্ত নিন্দনীয়।
এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং থানায় বা কোথাও কোনো অভিযোগ উত্থাপিত হয়নি। তথাপিও এ ধরণের সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদ কিভাবে একটি জনপ্রিয় পত্রিকায় প্রথম পাতায় প্রধান সংবাদ হিসেবে স্থান পায় তা আমার বোধগম্য নয়।
তথ্য যাচাই না করে সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে গণমাধ্যমকর্মীদের অনুরোধ করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদ্যগত কমিটির সভাপতি আবদুর রহিম।
সংবাদ সম্মেলনে শহর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা রুস্তম আলী চৌধুরী, জয়নাল আবেদীন, আলি আহমদ, হাজী জসিম উদ্দিন সিদ্দিকী, মোরশেদ হোসেন তানিমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জমির মালিক পক্ষে বিভিন্ন তথ্য তুলে ধরেন স্থানীয় বাসিন্দা ও জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সিকদার।