চট্টগ্রাম প্রতিনিধি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া ১২ জেলেকে উদ্ধার করেছেন অন্যান্য ট্রলারের জেলেরা।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে সাগরে ভাসতে থাকা অবস্থায় তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন- আনোয়ারার পূর্ব গহিরা এলাকার মো. ফরিদ, মো. ইলিয়াস, মো. আরাফাত, মো. শাহীন, মো. মোখতার, আখতার হোসেন, নুর মোহাম্মদ, মো. ওসমান, মো. আরজু ও মো. আজিজুল হক। এছাড়া বাঁশখালীর দুই জেলের নাম জানা যায়নি।

মঙ্গলবার রাতে সাগরে ঝড়ের কবলে পড়ে এফবি আলী শাহ নামের ট্রলারের ১২ জন নিখোঁজ ছিল।

কোস্টগার্ড (পূর্ব জোন) সাঙ্গু স্টেশনের কনটিনজেন্ট কমান্ডার (সিসি) মোস্তাক আহমেদ বলেন, সাগরে ভাসমান ১০ জেলেকে পতেঙ্গার একটি ট্রলার এবং আরও দুইজনকে ভোলার জেলেরা উদ্ধার করেছেন।

আরো খবর

টেকনাফে ইয়াবাসহ আটক-২

ভিপি নূর এর উপর হামলায় দায়ীদের বিচার দাবি ঢা.বি সাদা দলের

নাফ ট্যুরিজম পার্ক থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

কক্সবাজারের আরো খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।

Spread the love