সংবাদদাতা:
মহেশখালীর উপজেলা হোয়ানক ইউনিয়নের পানিরছড়া ইসলামী দাখিল মাদ্রাসার দাখিল শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৬ নভেম্বর সকাল ১০ টার মাদ্রাসার হল রুমে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হোয়ানক ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মীর কাশেম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, কক্সবাজাবার জেলার বিশিষ্ট ব্যবসায়ীআলহাজ্ব আব্দুস শুকুর সিআইপি।
এসময় উপস্থিত ছিলেন, সুপার আবু বক্কর শিবলী, সহ-সুপার আলহাজ্ব আব্দুল মালেক আজাদ, ৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার কালচান।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন, মাদরাসার সিনিয়র শিক্ষক আব্দুল সালাম। এছাড়া এলাকার মান্যগণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিকের সার্বিক সহযোগিতায় পানিছাড়া ইসলামী দাখিল মাদ্রাসা ভবন সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান উন্নয়নমূলক কাজের উদ্যোগ প্রশংসনীয়।