শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :
বঙ্গোপসাগরের গভীরে কুতুবদিয়ার মাছ ধরার ট্রলার ডুবিতে একজন নিহত ও একজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বুধবার ভোর ৪টায় এ ঘটনা ঘটে। কুতুবদিয়া থানার তদন্ত (ওসি) কানন সরকার এ তথ্য নিশ্চিত করেন।
নিহত ব্যক্তির উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের জইজ্যার পাড়া গ্রামের রাহামত উল্লাহর ছেলে মঈনুদ্দিন (২৩)। নিখোঁজ থাকা মাঝি মোঃ আলম (৪৩) একই ইউনিয়নের মৃত মকবুল আহমেদের ছেলে।
ট্রলারটির মালিক মোঃ শাহজাহান জানান, ট্রলারটি ২৮ আগষ্ট সকালে ১০ জন মাঝি-মাল্লা নিয়ে বঙ্গোপসাগরের গভীর অংশে মাছ ধরতে যায়। ৩০ আগষ্ট মাছ ধরা শেষে তীরে রওনা দেওয়ার পথে লাসপাতা নামক স্থানে ট্রলারটি ডুবে যায়। ৮ জনকে দেলোয়ারের মালিকানাধীন ট্রলার উদ্ধার করলেও নিখোঁজ রয়েছে মাঝি মোঃ আলম এ ঘটনায় মাল্লা মঈনুদ্দিনের মৃত্যু হয়েছে।
তদন্ত ওসি কানন সরকার জানান, ভোর ৪টার সময় কুতুবদিয়ার উত্তর ধূরুং ঘাটের মোঃ শাহজাহানের ট্রলারটি বঙ্গোপসাগরে লাসপাতা নামক স্থানে মাছ ধরতে যায়। এ সময় ট্রলারটি ডুবে যায়। এক মাল্লাকে মৃত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে মাঝি মোঃ আলম। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।