নিজস্ব প্রতিবেদকঃ
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারে ভয়াবহ বন্যায় পানিবন্দি লাখ লাখ মানুষ। খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্রের অভাবে অনেকে মানবেতর জীবনযাপন করছেন। এ দুর্যোগে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আনছারুল করিম।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত চকরিয়া উপজেলা হারবাং ইউনিয়নসহ আশেপাশের কয়েকটি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে শুকনো খাবার ও ওষুধ বিতরণ করা হয়। প্রতি পরিবারের ত্রাণ সামগ্রীতে থাকা উপকরণের মধ্যে ছিলো ওষুধ, চিড়া, চিনি, স্যালাইন, মুড়ি, মোমবাতি, বিস্কুট, ওষুধ এবং বিশুদ্ধ পানি।
আনছারুল করিম বলেন, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন ও বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাইয়ের নির্দেশনায় সাম্প্রতিক সময়ে অতিবৃষ্টিতে প্লাবিত এলাকায় ত্রাণ বিতরণের অংশ হিসেবে চকরিয়া উপজেলা হারবাং ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে তিন শতাধিক অসহায় মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় জরুরী ওষুধ সামগ্রী বিতরণ করেছি।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা। করোনা থেকে শুরু করে সব দুর্যোগে আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে কিছুটা হলেও বন্যার্ত মানুষের কষ্ট লাগব হবে।
এসব ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরহান মাহামুদ রুবেল, হারবাং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন, ডুলাহাজারা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রিগ্যান প্রমূখ।
ত্রাণ বিতরণ কার্যক্রমে সম্পৃক্ত নেতারা জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।