মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ, কক্সবাজার জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সভাপতি আমির হামজা’র ১৩ তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার ৫ জুলাই। ১৩ বছর আগে ২০১০ সালে আজকের এদিনে নিবেদিত প্রাণ, আদর্শিক এ নেতা সাবাইকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে যান।
ত্যাগী, মানবিক, সহজ সরল, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী নেতা, আমির হামজা’র ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল, কবর জেয়ারত সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হচ্ছে বলে জানিয়েছেন মরহুমের সন্তান, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সোলাইমান বাদশা। তিনি তাঁর পিতা মরহুম আমির হামজা সহ পরিবারের সকলের জন্য মহান আল্লাহ’র অসীম রহমত ও সবার কাছে দোয়া কামনা করেছেন।