বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল করিম এর সাথে ১০ নভেম্বর উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক একুশে পদকপ্রাপ্ত শিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বোয়ালখালী থানায় অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে সংগঠনের ‘ পৃষ্ঠপোষক ” হিসেবে উনাকে মনোনয়ন প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রণব রাজ বড়ুয়া ও শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী শ্রী বিপ্লব জলদাস প্রমূখ ।
আরও উল্লেখ্য যে সংগঠনের কর্মকাণ্ড পরিচালনার জন্য ও সংগঠনের শ্রী বৃদ্ধির লক্ষ্যে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
-প্রেস বিজ্ঞপ্তি
বোয়ালখালী অফিসার ইনচার্জ’র সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সৌজন্য সাক্ষাৎ
