পেকুয়া প্রতিনিধি :

আসন্ন ২৮ নভেম্বর পেকুয়া উপজেলার ৬ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ নির্বাচনে মগনামা ইউনিয়ন থেকে ১৩জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করার পর গত ৪ নভেম্বর যাচাই বাচাইয়ের দিন মগনামার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম চেয়ারম্যান প্রার্থী ইউনুছ চৌধুরীর ব্যাংক একাউন্ট না থাকায় সাময়িকের জন্য অবৈধ ঘোষণা করলেও পরে সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউনুছ চৌধুরীর মনোনয়ন ফরম পেকুয়া নির্বাচন কর্মকর্তা (মগনামার রিটার্নিং কর্মকর্তা) বৈধ ঘোষণা করায় তা চ্যালেঞ্চ করেন অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন।

মঙ্গলবার (৯নভেম্বর) দুপুরে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষ এস.এম শাহাদাত হোসেন দীর্ঘ শুনানী শেষে ইউনুছ চৌধুরীর দাখিলকৃত মনোনয়ন ফরম বাতিল ঘোষণা করে।

কক্সবাজার জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সকল চেয়ারম্যান প্রার্থীদের জন্য নতুন হিসাবপত্র (একাউন্ট)খুলতে হয়। নির্বাচন কমিশন কর্তৃক জারীকৃত পরিপত্র-৩ ক্রমিক- ১২ অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন (ইউনিয়ন পরিষদ নির্বাচন) বিধিমালা ২০১০ এর বিধি অনুসারে চেয়ারম্যান পদে প্রার্থীর মনোনয়ন দাখিলের পূর্বে নির্বাচনী ব্যয় পরিচালনা করার জন্য যেকোন তফশীল ব্যাংকে একটি নতুন একাউন্ট খুলতে হয়। চেয়ারম্যান প্রার্থী ইউনুছ চৌধুরী নির্বাচনী বিধি অনুযায়ী যথাসময়ে হিসাব না খুলায় স্থানীয় সরকার নির্বাচন (ইউনিয়ন পরিষদ) বিধিমালা ২০১০ এর বিধি ১২ এর উপ বিধি ৩ (ক) যথাযথভাবে প্রতিপালিত না হয়নি। তাই আপিলকারীর আপিল গ্রহণ করে ইউনুছ চৌধুরীর মনোনয়ন পত্র বাতিল করা হয়।

পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা (মগনামার রিটার্নিং কর্মকর্তা) মোঃ রেজাউল করিম বলেন, ইউনুছ চৌধুরীর মনোনয়ন ফরম চ্যালেঞ্চ করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আপিল করেন। সেখানে শুনানী শেষে আপিলকারীর আপিল গ্রহণ করে ইউনুছ চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়।