হ্যাপী করিম ,মহেশখালী:
নিরাপদ মাছে ভরবো দেশ-মুজিব বর্ষে বাংলাদেশ এই স্লোগানে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণে ২২ দিন নিষিদ্ধ সময়ে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ২৬ শে অক্টোবর সকাল ১১ ঘটিকার সময় মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ৫৫০ জন জেলেদের মাঝে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের তত্ত্বাবধানে মানবিক খাদ্য সহায়তার আওতায় ভিজিএফএ’র ২০ কেজি করে এ চাল বিতরণ করা হয়।
মহেশখালী উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা (ট্যাগ অফিসার) সৌরভ ও মহেশখালী উপজেলার মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি জাহাঙ্গীর আলমের উপস্থিতিত্বে মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হায়দার জেলেদের মাঝে মানবিক খাদ্য সহায়তার আওতায় ভিজিএফএ’র চাল বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব দেলোয়ার হোসেন, স্থানীয় ওয়ার্ডের মেম্বার, গ্রামপুলিশের সদস্য’সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।