সোয়েব সাঈদ, রামু:

রামুতে রাতের আঁধারে আকাশমনি, সেগুন, লেবু, কলা ও পেয়ারাসহ এক হাজার গাছ কেটে দিয়েছে চিহ্নিত দুর্বৃত্তরা। উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের উত্তর মিঠাছড়ি পাহাড়িয়াপাড়া এলাকায় বর্বরোচিত এ ঘটনা ঘটে। এ ঘটনায় রামু থানায় লিখিত এজাহার দিয়েছেন ওই এলাকার মোহাম্মদ আলমের স্ত্রী ক্ষতিগ্রস্ত বাগান মালিক হোসনে আরা বেগম।

লিখিত এজাহারে উল্লেখ করা হয়েছে- গত ৩ সেপ্টেম্বর রাত সাড়ে তিনটায় জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের ইলিশিয়া পাড়ার জালাল আহমদ ও তার ছেলে ছালামত উল্লাহ, মোহাম্মদ তারেক এবং দলিলুর রহমানের ছেলে ভূট্টোর নেতৃত্বে একদল সন্ত্রাসী হোসনে আরা বেগমের বসত বাড়ি সংলগ্ন বাগানে এ তাণ্ডব চালান।

হোসনে আরা বেগমের স্বামী মোহাম্মদ আলম জানান- চক্রটি বাগানে সৃজিত ৫ শতাধিক আকাশমনি ও সেগুন গাছ, ৩ শতাধিক ফলবান কলা, লেবু ও পেয়ারা গাছ এবং আরো বিভিন্ন প্রজাতির ২ শতাধিক ফলজ গাছ কেটে দেয়। এসময় বাগানের চারপাশের ঘেরা বেড়াও ভাঙচুর করা হয়। এ ঘটনায় বাগান মালিকের ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিপুল গাছ কেটে দেয়ার সময় ঘটনাস্থলে এলে হামলাকারিরা বাগান মালিক হোসনে আরা বেগম ও তার বড় ভাই এহসানুল হককে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করে। গাছ কাটার কারণ জানতে চাইলে হামলাকারিরা হোসনে আরা বেগমের বসতবাড়ি আগুন দিয়ে পড়িয়ে দেয়ার হুমকি দেয়। এ ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্ত হোসনে আরা বেগম পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি আরও জানান- এ ঘটনায় জড়িতরা চলতি বছরের ১১ ফেব্রুয়ারি একই কায়দায় হামলা চালিয়ে হোসনে আরা বেগমের বিপুল পরিমাণ ক্ষতি করে।

বর্বরোচিত এ ঘটনায় জনমনে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। ক্ষুব্ধ গ্রামবাসী এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো খবর

ঘুমধুমে বিজিবি-বিজিপি’র সৌজন্য সাক্ষাৎ

শাহপরীরদ্বীপে ৪০ হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ

কক্সবাজার-৩ আসনে কাজলকেই নৌকার প্রার্থী চায় তৃণমূল

কক্সবাজারের আরো খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।

Spread the love