নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প চৌধুরী পাড়া সংলগ্ন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান যীনাতুল কুরআন কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

সারাদেশের ন্যায় শনিবার (১৯ আগস্ট) কক্সবাজার শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।

কক্সবাজার শাখা ব্যবস্থাপক ও এভিপি মাসুদুর রহমানের নেতৃত্বে কর্মসূচিতে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা ও চারা রোপনের নানা উপকরণ তুলে দেওয়া হয়।

শিক্ষক শিক্ষার্থীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা পেয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন। ব্যাংক কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

পরিবেশবান্ধব এমন কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও মাদরাসা পরিচালনা কমিটির সদস্যরা।

বৃক্ষরোপন কর্মসূচি প্রসঙ্গে ব্যবস্থাপক মাসুদুর রহমান বলেন, দেশকে সবুজায়েনের লক্ষে শাহজালাল ইসলামী ব্যাংক প্রতিবছর বৃক্ষরোপন কর্মসূচি পালন করে। এতে করে প্রাণ প্রকৃতি সমৃদ্ধ হচ্ছে।

মূলতঃ ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা থেকে সারাদেশে এই কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান মাসুদুর রহমান।

এসময় কক্সবাজার ঝিলংজা হর্টিকালচার সেন্টারের উপ-সহকারী উদ্যান কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, যীনাতুল কুরআন কমপ্লেক্সের (নাজেরা ও হিফয বিভাগ) পরিচালক মাওলানা কাজী ক্বারী মোহাম্মদ সাইফুল্লাহ কাসেমী, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড কক্সবাজার শাখার উপ-ব্যবস্থাপক আবুল ফয়েজ, এফইও শাহাদাত হোসেন, এইও জোবায়েত হোসাইনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

Spread the love