Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ
শিশুদের পৃথিবী নিষ্পাপতা এবং বিস্ময়ে পূর্ণ। তাদের কথাগুলি হৃদয়গ্রাহী, যা আমাদের চারপাশের সৌন্দর্যের কথা মনে করিয়ে দেয়। আন্তর্জাতিক মানবাধিকার আইন ও শিশু অধিকার সংক্রান্ত কনভেনশন অনুযায়ী, একটি শিশুর পর্যাপ্ত জীবনযাত্রার অধিকার,স্বাস্থ্য সেবা,শিক্ষা, খেলাধুলা ও বিনোদনের অধিকার রয়েছে। সমুদ্র সৈকতের বালিয়াড়িতে নিশ্চিন্ত মনে বালি আর জল নিয়ে খেলা করছে দুটি শিশু। তাদের এ অপরিসীম আনন্দ ভাগ করে নিতে এবং শিশুদের নিরাপত্তা প্রদানে পাশে আছে ট্যুরিস্ট পুলিশ। এই লক্ষ্যে পরিকল্পিতভাবে কাজ করছে তারা।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান বলেন, সৈকতে আগত কোমলমতি শিশুদের প্রতি যত্ন ও বিশেষ নজর দিয়ে থাকে ট্যুরিস্ট পুলিশ।
তবে শিশুরা যাতে সৈকতে গিয়ে কোন ধরনের দুর্ঘটনার স্বীকার না হয়, সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


Spread the love