সংবাদ বিজ্ঞপ্তি
‘শিশু হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ’ এই প্রত্যয়ে হ্নীলার শিশুকন্যা ফারিহাসহ সম্প্রতি সংগঠিত হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কক্সবাজার জেলা খেলাঘরের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (০৪ আগস্ট) বিকেল ৪ টায় কক্সবাজার জেলাপ্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রতিনিধি, জেলা খেলাঘর, শাখা আসর ও বিভিন্ন সাংস্কৃতিক নেতৃবৃন্দ অংশ নেয়।

জেলা খেলাঘর আসরের ভারপ্রাপ্ত সভাপতি সুবিমল পাল পান্নার সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য আহসান রিপন, খেলাঘর কক্সবাজার জেলা কমিটির সাবেক সভাপতি মুহাম্মাদ আলী জিন্নাত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কক্সবাজার থিয়েটার এর সাধারণ সম্পাদক এডভোকেট তাপস রক্ষিত, কক্সবাজার জেলা খেলাঘরের সহ সভাপতি উৎপলা বড়ুয়া, খেলাঘর কর্মী কবি মানিক বৈরাগী, সম্পাদক মণ্ডলীর সদস্য সাংবাদিক দীপক শর্মা দীপু, সৈকত খেলাঘর আসরের হেলাল উদ্দিন সিকদার , নবসৃজনী খেলাঘর আসরের সভাপতি খেলাঘর জাতীয় পরিষদ সদস্য মৃনাল বড়ুয়া, আনন্দময় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক অসীম কুমার দত্ত, ঝিনুকমালা খেলাঘর আসরের সহসভাপতি ডা: চন্দন কান্তি দাশ, হিমছড়ি খেলাঘর আসরের সভাপতি ইউনিয়ন পরিষদ সদস্য স্বপন বড়ুয়া, সাগরিকা খেলাঘর আসরের সভাপতি আবু তাহের কুতুবী, সিমুনিয়া খেলাঘর আসরের সাধারণ সম্পাদক উত্তম পাল, হায়দার নেজাম, ঝিনুকমালা খেলাঘর আসরের রাজীব দেব দাশ, নয়ন চক্রবর্তী, জয় চক্রবর্তী , সিমুনিয়া খেলাঘর আসরের মোহাম্মদ রেজাউল, ছফিনা আজিম , নেভি বড়ুয়া, রানা মল্লিক, আনন্দময় খেলাঘর আসরের মোহাম্মদ জুবায়ের, মোহাম্মদ শহিদুল শাহিদ, নবসৃজনী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক শওকত ইসলাম, নিরুপমা বেবী, হিমছড়ি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক কণ্ঠ শিল্পী মোহাম্মদ আবুল কাশেম সহ বিভিন্ন শাখা আসরের ছোট্ট মনি ভাই বোন ও অভিভাবকেরা।

মানববন্ধনে বক্তারা বলেন, “সারা বাংলাদেশে প্রতিনিয়ত যেভাবে শিশু নির্যাতন, শিশু হত্যা ও শিশু ধর্ষণের প্রবণতা বেড়ে গেছে তা সুখী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারেনা। লাল সবুজের বাংলাদেশে শিশুরা নিরাপদে নির্মল বাতাসে হেসে খেলে বেড়ে ওঠার কথা সেখানে আজ আমাদের শিশুরা কোনোভাবেই নিরাপদ না। হ্নীলায় কোমলমতি শিশু ফারিহার প্রতি যে নৃশংসতা চালানো হয়েছে, তা কখনো সভ্য দেশে কাম্য নয়। তাই খেলাঘর আসর এই প্রশাসনের কাছে সকল শিশুদের পূর্ণ নিরাপত্তা দাবি জানান। পাশাপাশি শিশু ফারিহার হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। এবং শিশু হত্যা নির্যাতন ও ধর্ষণের মত ন্যাক্কারজনক ঘটনা যাতে পুনরাবৃত্তি নাহয় তার জন্য সচেষ্ট থাকার আহ্বান জানানো হয়।”

আরো খবর

নিখোঁজ হওয়া ১২ জেলেকে উদ্ধার

টেকনাফে ইয়াবাসহ আটক-২

কক্সবাজারের আরো খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।

Spread the love