মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার শহরের হলিডে মোড়ের হোটেল সানমুনে নিহত তরুণ পৌর আওয়ামী লীগ নেতা সাইফুদ্দীন এর নামাজে জানাজা আজ সোমবার ২১ আগস্ট রাত ৯ টায় কক্সবাজার শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। নিহত সাইফুদ্দীন এর পারিবারিক সুত্রে এ তথ্য জানা গেছে।
পুলিশ সাইফুদ্দীন এর মৃতদেহ হোটেল সানমুন থেকে উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। সেখান থেকে লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে এনে ময়নাতদন্ত করার পর সাইফুদ্দীন এর মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, কক্সবাজার পৌর আওয়ামী লীগ নেতা সাইফুদ্দীন এর মরদেহ সোমবার সকাল ৯ টার দিকে কক্সবাজার শহরের সানমুন হোটেলের দ্বিতীয় তলার ২০৮ নম্বর কক্ষ থেকে দুই হাত দড়ি দিয়ে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
কক্সবাজার শহরের দক্ষিণ ঘোনার পাড়ার সাবেক আনসার কমান্ডার আবুল বশরের পুত্র সাইফুদ্দীন (৪৫) একই এলাকার কাদেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন। সাইফুদ্দিন এসএসসি ১৯৯৪ ব্যাচের সদস্য।