মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি), বর্তমানে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ যুগ্ম সচিব (উন্নয়ন) মো: কামাল হোসেন শনিবার (১৮ নভেম্বর) ২ দিনের সফরে কক্সবাজার আসছেন।

এলইডি প্রবৃদ্ধি প্রকল্পের পিডি মো: কামাল হোসেন শনিবার বিকেল ৫ টা ৫০ মিনিটে বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। পরদিন রোববার ১৯ নভেম্বর সকাল ৯ টায় লোকাল ইকোনমিক ডেভেলপমেন্ট প্রবৃদ্ধি প্রকল্পের বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক, কক্সবাজার পৌরসভার মেয়রের সাথে অনুষ্ঠিতব্য সভায় তিনি অংশ নেবেন। একইদিন বিকেল ৩ টা ১৫ মিনিটে তিনি বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন অধিশাখার উপসচিব এস.এম নজরুল ইসলাম প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।

বিসিএস (প্রশাসন) ২০তম ব্যাচের মেধাবী ও চৌকস কর্মকর্তা, সরকারের যুগ্মসচিব মো: কামাল হোসেন ২০১৮ সালের ৪ মার্চ থেকে ২০২১ সালের ৬ জানুয়ারি পর্যন্ত কক্সবাজারের ২১তম জেলা প্রশাসক হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

তাঁর দায়িত্ব পালনকালে তিনি
কক্সবাজারের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্যে গড়ে তুলেছিলেন অরুনোদয় স্কুল, কক্সবাজার ডিসি কলেজ সহ অনেক কল্যানকর প্রতিষ্ঠান।করোনা মহামারীতে জীবনের ঝুঁকি নিয়ে কক্সবাজারের মানুষের জন্য কাজ করেছেন অসাধারণ মানবিক গুণাবলী সম্পন্ন কর্মকর্তা মো: কামাল হোসেন। কর্মপাগল মো: কামাল হোসেন তাঁর কর্মগুনে কক্সবাজারবাসীর কাছে এখনো “ভালোবাসার ডিসি কামাল” হিসাবে হৃদয়ে প্রোথিত রয়েছেন।