নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক অপশক্তির নারকীয় তান্ডবের প্রতিবাদে কাপড়ে মুখ ঢেকে নিরবতা কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে ৬টা ১৫ মিনিট পর্যন্ত শহরের প্রধান সড়কস্থ কালী বাড়ির সামনে শ্রীশ্রী শ্যামা পূজায় কাপড়ে মুখ ঢেকে কক্সবাজার পৌর ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, সাধারণ সম্পাদক ট্রাস্ট্রি বাবুল শর্মা, সহ-সভাপতি রতন দাশ, উদয় শংকর পাল মিঠু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক স্বরুপম পাল পাঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক স্বপন দাশ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ, সাধারণ সম্পাদক জনি ধর, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপ্পী শর্মা, সাধারন সম্পাদক ২ সাংবাদিক বলরাম দাশ অনুপম, মিটন পাল, সুজন শর্মা, প্রীতম ধর প্রমুখ।