শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:

২ আগস্ট   সিবিএন এ  কুতুবদিয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণে অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে’ এ শিরোনামে সংবাদ প্রকাশের পর ট্যাব ফেরত দিলেন কুতুবদিয়া ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক মোরশেদ আলম।

শুক্রবার (১১ আগস্ট) তিনি বিদ্যালয়ের ৬ জন মেধাবী শিক্ষার্থীর উপহারের ট্যাব ডেকে ফেরত দেন। ট্যাব ফেরত পাওয়ায় প্রতিবেদককের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের পক্ষে অভিযোগকারী অভিভাবক মোহাম্মদ ইয়াসিন শিক্ষার্থীদের ওই ট্যাব ফেরত পাওয়ায় উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিম শরিফ এবং পরিসংখ্যান কর্মকর্তাকে ধন্যবাদ জানান । তিনি বলেন, গণমাধ্যমে খবর প্রকাশ হলে শুক্রবার স্কুলের প্রধান শিক্ষক মোরশেদ আলম শিক্ষার্থীদের ডেকে ট্যাব ফেরত দিয়েছে। কিন্তু এর আগে শিক্ষার্থীদের আজ কাল সাইকেল দিবে কম্পিউটার দিবে বলে বিদায় করে দিতেন। আমার মনে হয় এটা কুতুবদিয়ার ইতিহাসে প্রথম। এটা শিক্ষার্থীদের জন্য সারপ্রাইজ। ওই ট্যাব পেয়ে শিক্ষার্থীরা অনেক খুশি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিম শরিফ বলেন, সরকারি নিয়ম অনুযায়ী ৯ম-১০ম শ্রেণির শিক্ষার্থীদের ক্রমিক নম্বরের প্রথম তিনজনকে একটি করে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব দেওয়ার কথা থাকলেও স্বজনপ্রীতি ও অনিয়ম করায় প্রকৃত মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হয়। পরে, অনলাইন ও   পত্রিকায় খবর প্রকাশের পর ইউএনও স্যারের নির্দেশে আমি প্রধান শিক্ষককে তালিকায় থাকা প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের ট্যাবগুলো ফেরত দিতে বলেছি।

উল্লেখ্য, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বাস্তবায়নাধীন জনশুমারি ও গৃহগণনা প্রকল্প-২০২১ থেকে পাওয়া ট্যাব প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কুতুবদিয়া উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ২৩৯ জন শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয়।

Spread the love