প্রেস বিজ্ঞপ্তি :
আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা যুব দলের সদস্য সচিব মোঃ আবদুল্লাহ বিন কাদেরের বাড়ি ঘর ভাংচুর করায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জেলা বিএনপি।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯/১১/২০২৩ ইং তারিখ তার বাড়িতে প্রবেশ করে আইন শৃঙ্খলা বাহিনী এমন কাজ করে। নেতৃবৃন্দ বলেন, একটি সভ্য দেশে এই ধরনের জঘন্য, নিষ্ঠুর, বর্বরোচিত হামলার ঘটনা অতীতে স্বাধীন দেশে মানুষের উপর ঘটেনি। এই ধরনের জঘন্যতম ঘটনা ঘটিয়ে গনতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবেনা। আইন শৃঙ্খলা বাহিনীর এই জঘন্য বর্ববর নিষ্ঠুরতম আচরণে ও হয়রানি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড শামীম আরা স্বপ্না।
নেতৃবৃন্দেররা আরও বলেন কক্সবাজার জেলাতে আইন শৃঙ্খলা বাহিনী এত অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে যেন জনগণ তাদের শত্রু । কক্সবাজার জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক এড হাসান সিদ্দিকী প্রেরিত বার্তায় জানানো হয়।