মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার উত্তর ও দক্ষিন বন বিভাগ কার্যালয় এবং কক্সবাজার জেলা বিএনপি অফিস সংলগ্ন মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আতিক উল্লাহ আর নেই। মঙ্গলবার ৭ নভেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ের অফিস সহকারী রুহুল আমিন বাদশা এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, হাফেজ মাওলানা মোহাম্মদ আতিক উল্লাহ গত ২ নভেম্বর স্ট্রোক করলে তাঁকে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা সেবা দেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে গত ৫ নভেম্বর ঢাকা পাঠানো হয়। সেখানে চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে মঙ্গলবার তিনি না ফেরার দেশে চলে যান।

তরুন রাজনৈতিক কর্মী রুহুল আমিন বাদশা আরো জানান, হাফেজ মাওলানা মোহাম্মদ আতিক উল্লাহ পুরাতন সাইমান রোডস্থ (মুক্তিযোদ্ধা সরণি) বন বিভাগের কোয়ার্টারে পরিবার সহ বসবাস করতেন। মৃত্যুকালে হাফেজ মাওলানা মোহাম্মদ আতিক উল্লাহ স্ত্রী, ২ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী রেখে যান।

হাফেজ মাওলানা মোহাম্মদ আতিক উল্লাহ’র মৃতদেহ ময়মনসিংহে তাঁর গ্রামের বাড়িতে নেওয়া হবে এবং সেখানে বুধবার ৮ নভেম্বর সকাল ১০ টায় নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে উদীয়মান সমাজকর্মী রুহুল আমিন বাদশা জানিয়েছেন।

এদিকে, অত্যন্ত অমায়িক, স্বজ্জন, পরহেজগার হাফেজ মাওলানা মোহাম্মদ আতিক উল্লাহ’র মৃত্যুর খবরে কক্সবাজার বন বিভাগ পরিবার, বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় মুসল্লী ও উত্তর বাহারছরা এলাকার বাসিন্দাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।