মোঃ জয়নাল আবেদীন টুক্কু,
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুই ইউপিতে প্রতীক বরাদ্দ পেয়ে পাহাড়ি জনপদের মানুষ মিছিল সমাবেশে একাকার। আর বহিস্কারের থবরে বিদ্রোহীরা বিষাদে আর সুসংবাদ শুনে ফুরফুরে মেজাজে নৌকার মাঝিরা।
বুধবার (২৭ অক্টোবর) নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিস কৃর্তৃক প্রতীক বরাদ্দের পর এমন পরিস্তিতির সৃষ্টি হয় নাইক্ষ্যংছড়িতে।
উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালেহ বলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে। এর ১টি হলো বাইশারী আপরটি দৌছড়ি ইউনিয়ন।
এ নির্বাচনের মঙ্গলবার ছিলো মনোনয়নপত্র প্রত্যহারের দিন। বুধবার প্রতীক বরাদ্দের দিন ছিল। তিনি আরো জানান,অনুষ্ঠিতব্য এ নির্বাচনে বাইশারীতে ৩ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মোঃ আলম কোম্পানী বরাদ্দ পেয়েছেন নৌকা,তিনি বর্তমান চেয়ারম্যান। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গির আলম বাহাদুর। তিনি প্রতীক পেয়েছেন আনারস মার্কা। তৃতীয় জন হলেন সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী নুরুল হাকিম মোটরসাইকেল মার্কা।
পক্ষান্তরে দৌছড়ি ইউনিয়নে ২ জন চেয়ারম্যান পদপ্রার্থী । দু’জনই হাইওয়েট প্রার্থী।
একজন নৌকা প্রতীকের মোহাম্মদ ইমরান। তিনি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকও। আর বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব হাবিবুল্লাহ বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতিও তিনি। তিনি প্রতীক নিয়েছেন মোটরসাইকেল। এদিকে বুধবার দুপুরে নিজি নিজ পছন্দের প্রতীক বরাদ্দ পেয়ে ৭৪ জন চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থী মহাখুশিতে মাঠে ফিরে গেছেন। সারাদিন তারা মিছিলে- সমাবেশে মাতোয়ারা হয়ে পড়েছে নিজনিজ নির্বাচনী এলাকায়। সমর্থকরা ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন বিজয়ের আগাম বার্তা দিয়ে। অপরদিকে বুধবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক মোঃ শফিউল্লাহ সাংবাদিকদের বলেন,
নাইক্ষ্যংছড়িতে ২ ইউনিয়নে আওয়ামীলীগের দু’জন বিদ্রোহী প্রার্থী। একজন জাহাঙ্গির আলম বাহাদুর অপরজন হাবিবুল্লাহ।
তারা দু’জনই আওয়ামীলীগ নেতা। এ নির্বাচনে তারা দলের নির্দেশ মানেনি। এ কারণে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বান্দরবান জেলা আওয়ামীলীগের সভার সিদ্ধান্ত মতে দলের সংবিধানের ৪৭ এর ১১ ধারা অনুয়ায়ী সকল পদপদবী সহ সাধারণ পদ হতে স্থায়ী বহিস্কারের সিদ্ধান্ত নেন তারা । এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ উপজেলা কার্যালয়ে সকল নেতাদের উপস্থিতিতে সে সিদ্ধান্ত (বহিস্কারের) মাঠ পর্যায়ে জানিয়ে দেন তিনি । এ খবর ছড়িয়ে ছড়িয়ে পড়লে চেয়ারম্যান পদের
বিদ্রোহী প্রার্থীদের মধ্যে তেমন প্রভাব
না পড়লেও তাদের আনন্দ কিছুটা বিষাদে পরিনত হয়। এ বিষয়ে বহিস্কৃত জাহাঙ্গির আলম বাহাদুর বলেন,তিনি এখনও এ বিষয়ে কিছুই জানেন না। এছাড়া করারও কিছুই নেই। তিনি জনগনের কল্যানে কাজ করেছেন ৩৩ বছর। মূল্যায়ন হয় নি। তার গড়া তার কর্মিকে নৌকা দেয়া হলো,অথচ তাকে নয়। অপর প্রার্থী হাবিবুল্লাহ বলেন,তিনি প্রার্থী হতে চান নি। এলাকার হাজার হাজার সমর্থক তাকে প্রার্থী হতে বাধ্য করেছেন। তাই তিনি প্রার্থী। দল
বহিস্কার করলেও এ নির্বাচনে তেমন প্রভাব পড়বে না। তিনি কিছু টা হতাশ।সর্বশেষ খবর নিয়ে জানা গেছে নৌকা প্রতীক পেয়ে এবং বিদ্রোহীদের বহিস্কারাদেশের খবর পেয়ে তাদের নেতা-কর্মিদের মাঝে সাহস বেড়েছে। তারা নৌকার ২ মাঝিই ফুরফুরে মেজাজে আছেন।

বাইশারী ইউনিয়ন।
১ নং/ নৌকা প্রতীকের মোঃ আলম কোম্পানি।
২ নং/ জাহাঙ্গীর আলম বাহাদুর,
৩ নং/ নুরুল হাকিম,

দোছড়ি ইউনিয়ন।
১ নং/আলহাজ্ব হাবিবউল্লাহ মোটরসাইকেল,
২ নং/ মোঃ ইমরান