প্রেস বিজ্ঞপ্তি:

২৪ অক্টোবর বাঁধন ( স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) কক্সবাজার সরকারি কলেজ ইউনিট কর্তৃক বাঁধনের রজতজয়ন্তী উদযাপিত হয়েছে। এ বছর
” ৫০ পেরিয়ে বাংলাদেশ, ২৫ এ বাঁধন, স্বেচ্ছায় রক্তদান হোক সামাজিক আন্দোলন ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশব্যাপী বাঁধনের সংশ্লিষ্ট শাখাসমূহ নানা কর্মসূচির মাধ্যমে রজতজয়ন্তী পালন করেছে।
বাঁধন এর কক্সবাজার সরকারি কলেজ ইউনিটের কর্মসূচির মধ্যে ছিল,সকাল ১০ টায় সরকারি কলেজ ক্যাম্পাসে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, সাদা টি-শার্টে বর্ণিল শোভাযাত্রা, আনুষ্ঠানিক ভাবে কেক কেটে বাঁধনের রজতজয়ন্তী পালন, কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপন ও বাঁধন কর্মিদের মধ্যে টেকনিক্যাল ওয়ার্কশপ। আজকে প্রবল ঝড়বৃষ্টি ও প্রাকৃতিক নানা প্রতিকূলতার মধ্যেও সম্পূর্ণ কক্সবাজার জেলা হতে সকাল ৯ টায় বাঁধন কর্মিরা উক্ত পোগ্রামে ছুটে আসে।
উক্ত অনুষ্ঠান কর্মসূচিতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার সরকারি কলেজের বর্তমান প্রিন্সিপ্যাল প্রফেসর গিয়াস উদ্দিন,
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জননেতা কায়সারুল হক জুয়েল, অন্যান্য অতিথিদের মধ্যে প্রফেসর মফিদুল আলম ( পদার্থ বিদ্যা) , কাজী কাশেম (পদার্থ বিদ্যা),সহকারী অধ্যাপক (অর্থনীতি বিভাগ) উপস্থিত ছিলেন।
অত্র ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছিদ্দিকের সঞ্চালনায়,
পুরো অনুষ্ঠানে সভাপতি হিসেবে, আবুল হাসেম ( সভাপতি বাঁধন, কক্সঃ সরকারি কলেজ ইউনিট) ও বক্তা হিসেবে শহিদুল ইসলাম ( কেন্দ্রীয় পর্যবেক্ষক) উপস্থিত ছিলেন। কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপনের পর,
এক প্রীতিভোজের মধ্যদিয়ে প্রোগ্রাম সমাপ্ত করা হয়।