চেয়ারম্যান-জয়নাল
ভাইস চেয়ারম্যান- আবু ছালেহ
মহিলা ভাইস-চেয়ারম্যান- মনোয়ার বেগম 

নুরুল করিম, মহেশখালী:
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচন ৮ মে বুধবার সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে চেয়ারম্যান পদে মহেশখালী পেশাজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান পদে আবু ছালেহ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোয়ারা বেগম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলে স্থানীয় নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, উপজেলার মোট ৮৬টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট গ্রহণের মধ্য দিয়ে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ্ব মোহাম্মদ জয়নাল আবেদীন (দোয়াত-কলম) প্রতীকে ৩৮ হাজার ৬৯০টি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রমিকনেতা হাবিব উল্লাহ হাবিব (টুপি) প্রতীকে ৩৫ হাজার ৭১৫ ভোট, গোলাম কুদ্দুস চৌধুরী (মোটরসাইকেল) প্রতীকে ৯ হাজার ৭৫ ভোট ও আব্দু্ল্লাহ আল নিশান (চিংড়ি মাছ) প্রতীকে ১ হাজার ৬৫৭ ভোট ও শরীফ বাদশা (আনারস) প্রতীকে ৭৩৩ ভোট পেয়েছেন।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আবু ছালেহ (বই) প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৬০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মঈন উদ্দিন তৌফাইল (উড়োজাহাজ) প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৬৭ ভোট ও মিফতাহুল করিম বাবু (মাইক) প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৪৩০ ভোট, এড শাহাজাহান পারুল (তালা) প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ২৭০ ভোট, জাহেদুল হুদা (চশমা) প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৭৬৪ ভোট।

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাপলাপুর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার বেগম (কলসি) প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৮০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিনুয়ারা মিনু (ফুটবল) প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৯৪১ ভোট ও জাহানারা বেগম (প্রজাপতি) প্রতীকে পেয়েছেন ১০ হাজার ১৮১ ভোট।

মোট ভোট পড়েছে ৮৫ হাজার ৬৭২টি, এরমধ্যে বৈধ ৮৫ হাজার ৪৬১ টি, বাতিল হয়েছে ২১১টি, ভোটের হার শতকরা ৩৩ দশমিক ২৮ শতাংশ।