সংবাদ বিজ্ঞপ্তি
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল সারাবিশ্বের একটি মানবিক স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন। প্রতি বছর এই সংগঠন বিশ্বব্যাপি অক্টোবর মাসে গরীব ও অসহায় মানুষের মাঝে স্পেশাল সেবা কার্যক্রম পরিচালনা করে থাকে। বাংলাদেশের লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ এ ওয়ান এর ১৪২ টি ক্লাবের মধ্যে সেবামূলক কার্যক্রমের প্রতিযোগিতা হয়ে থাকে। উক্ত প্রতিযোগিতায় কক্সবাজার লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডম তাদের বিভিন্ন সার্ভিস প্রোগ্রামের মাধ্যমে এ+ গ্রেড অর্জন করেছে। এছাড়াও আরও ৪ টি ক্লাব এ+ গেড অর্জন করেছে। কক্সবাজার লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডম এর সার্ভিস প্রোগ্রাম গুলো ছিল যথাক্রমে খুটাখালী মেধাকচ্ছিয়ায় ১০০০ গরীব রোগীকে চক্ষু চিকিৎসা সেবা, ডায়াবেটিস ও ব্লাড গ্রুপিং গাছের চারা বিতরণ, গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, খাবার বিতরণ,
কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ২০০০ গরীব রোগীকে চক্ষু চিকিৎসা প্রদান ও ঔষধ সামগ্রী বিতরণ, ডায়াবেটিস ও ব্লাড গ্রুপিং, গরীব শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ, পথ শিশু ও শ্রমজীবী মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ, গাছের চারা বিতরণ, কক্সবাজার শহরের টেকপাড়ায় মডেল নুরানী মাদরাসায় গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ, টেকপাড়া গ্রামার স্কুলের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা ও খাবার বিতরণ, কক্সবাজার সমুদ্র সৈকত পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন, মহেশখালী এলাকায় ডায়াবেটিস ও ব্লাড গ্রুপিং, গাছের চারা বিতরণ,  বণ্যা দূর্গতদের মাঝে বস্ত্র বিতরণ, কক্সবাজার শহরের এসএমপাড়া এলাকায় গরীব ও অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণসহ সর্বমোট দশ হাজার মানুষের মাঝে সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। এই সেবা কার্যক্রমের মান বিবেচনায় নিয়ন্ত্রক সংস্থা লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫ এ ওয়ান
লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডম কে এ+ গ্রেড প্রদান করে। এ অর্জনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তারা হলেন, লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডম এর ক্লাব প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার শাহেদ সালাহ উদ্দিন, ইমেডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন রোকন উদ্দীন মোহাম্মদ আল মামুন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন এড একরামুল হুদা, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট ও অক্টোবর সার্ভিস প্রোগ্রামের চেয়ারপার্সন লায়ন মিজানুল করিম, ক্লাব সেক্রেটারি মোহাম্মদ শামসুদ্দিন ফারুকী, ক্লাব ট্রেজারার লায়ন অধ্যক্ষ দিদার উল্লাহ, সার্ভিস চেয়ারপার্সন লায়ন আরিফুল ইসলাম, ক্লাব ডিরেক্টরগন যথাক্রমে লায়ন আল আমিন, লায়ন বেলাল উদ্দীন, লায়ন জাহাঙ্গীর আলম, লায়ন শহিদুল করিম, লায়ন জসিম উদ্দিন, লায়ন ওবাইদুল হান্নান, লায়ন আল মামুন, লায়ন হুমায়ুন কবিরসহ লায়ন ও লিও ক্লাবের সদস্যবৃন্দ।